Monthly Archives: August 2024

গণশত্রু নির্মূল হয়নি: প্রতিবিপ্লব রুখতেই হবে

ফিরোজ মাহবুব কামাল আশংকা প্রতিবিপ্লবের ইতিহাসের শিক্ষা হলো, প্রতিটি বিপ্লবের মধ্যেই থাকে প্রতি বিপ্লবের বীজ। গণশত্রুগণ বিপ্লবের মুখে পলায়ন করলেও তারা আবার বিজয়ী হওয়ার চেষ্টা করে। কারণ, তারাও বন্ধুহীন নয়। তাদের থাকে বিদেশী প্রভু। তাছাড়া স্বৈরাচারী শাসক নির্মূলের অর্থ তাদের স্থাপিত স্বৈরাচারী সিস্টেমের নির্মূল নয়। রাষ্ট্রের বুকে সে সিস্টেম বেঁচে থাকায় স্বৈরশাসকের আবার ফিরে আসার […]

হাসিনার দিন শেষ

ফিরোজ মাহবুব কামাল হাসিনার শাসন মৃত্যু শয্যায় হাসিনার শাসন এখন মৃত্যু শয্যায়। দেশের জনজীবনে যখন গভীর রক্তপাত হয়, তখন রক্তশূণ্যতা সৃষ্টি হয় শাসকের দেহে। তাতে দ্রুত পতন ঘটে শাসকের। খুনি হাসিনার ক্ষেত্রে সেটিই হতে চলেছে। গত কয়েক দিনে বাংলাদেশে যত রক্তপাত হয়েছে সেরূপ রক্তপাতের পর বিশ্বের কোন স্বৈরশাসকই অতীতে বাঁচেনি। হাসিনাও বাঁচবে না। তার শাসনকে […]